অ্যাপলকে পেছনে ফেলল শাওমি
চীনের প্রযুক্তি কোম্পানি শাওমি বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রিতে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলকে পেছনে ফেলেছে। ‘সেল-থ্রু ভলিউম’-এ ২০২৪ সালের আগস্টের হিসাব মতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন ব্র্যান্ডে পরিণত হয়েছে কোম্পানিটি। খবর গিজমোচায়না।
খবরে বলা হয়, শুধু স্টোর বা খুচরা বিক্রেতাদের কাছে পাঠানো ফোনের সংখ্যার পরিবর্তে গ্রাহকের কাছে সরাসরি বিক্রি হওয়া স্মার্টফোনের প্রকৃত সংখ্যাকে ভিত্তি করে এই হিসাব প্রকাশ করা হয়েছে। বাজার গবেষণা সংস্থা কাউন্টারপয়েন্টের মাসিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ হয়েছে।
শাওমি ২০২১ সালের পর প্রথমবারের মতো সেল-থ্রু ভলিউমের ভিত্তিতে বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রিতে দ্বিতীয় স্থান অর্জন করেছে। ওই বছর থেকেই শাওমি অ্যাপল ও স্যামসাংয়ের মতো বড় ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতা করছে।
কাউন্টারপয়েন্টের প্রতিবেদনে বলা আছে, অ্যাপলের তুলনামূলকভাবে সীমিত পরিসরে পণ্য বিক্রির পরিমাণ শাওমির এ সাফল্যের অন্যতম কারণ হতে পারে। শুধুমাত্র আগস্ট মাসের বিক্রির হিসাবে এই প্রতিবেদন প্রকাশ হওয়ায় সামনের মাসগুলোতে এর ভিন্নতা আসতে পারে।
ডিবিটেক/বিএমটি







